You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Notice of the 1st meeting of the Executive Council

Notice of the 1st meeting of the Executive Council

21 Jun 2023

                                                                                   তারিখঃ ২২ মে ২০২৩ইং

কার্যনির্বাহী পরিষদের ১ম সভার নোটিশ

প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

শুভেচ্ছা নিবেন। আনন্দের সাথে জনাচ্ছি যে, IIUC-DC অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের ১ম সভা আগামী ২৭ মে ২০২৩ইং রোজ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন প্লাটিনাম ক্লাবে অনুষ্ঠিত হবে।

 

গুরুত্বপূর্ণ এই সভায় আপনাকে উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতা প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

সভার আলোচ্যসূচীঃ-

১। কোরআন তেলাওয়াত, সদস্যদের জন্য দোয়া কামনা।

২। কমিটির অভিষেক অনুষ্ঠান বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারন।

৩। সাংগঠনিক কাজের গতি বাড়াতে বিভিন্ন উপকমিটি গঠন।

৪। বিবিধ।

 

অনুলিপিঃ

          ১) কার্যনির্বাহী কমিটির সকল সদস্য। 

          ২) দপ্তর সম্পাদক (অফিস কপি)।

          ৩) প্রচার সম্পাদক (প্রচারের জন্য)।

 

ধন্যবাদ সহ-

এ এইচ এম রোকমুনুর জামান রনি

সাধারণ সম্পাদক

মোবাইলঃ ০১৭২২১৫৮১৩০

  • Address: P-7, Nurjahan Road, Mohammadpur, Dhaka, Bangladesh, 1207.
  • Mobile: 01751588688
  • Phone: 01722158130
  • E-mail: iiucdcalumni@gmail.com